spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েনিজেকে যাচাই-বাছাই করে নেওয়ার বই

লিখেছেন : মাহমুদ নোমান

নিজেকে যাচাই-বাছাই করে নেওয়ার বই


| মাহমুদ নোমান |

‘জ্ঞানীর ধর্ম সহিষ্ণুতা। ধ্যানীরও।’

উপরোক্ত বাণীটা সমাজ তাত্ত্বিক মরমিয়া চেতনাবাহী ডা. আতাউর রহমানের, পড়ছি এই বছর বইমেলায় প্রকাশিত উনার বাণী কিংবা ধ্যাণে উপলব্ধ জ্ঞানের অণু ভাবনার বই – ‘বোধের চকিতে পাওয়া উপলব্ধি’… আদতে আমরা সচরাচর যেটাকে জ্ঞান’ বলি সেটাকে এলহাম’ বলে তখন সুফিদের হয়ে যায় শব্দটা আবার সেটি যদি ওহী’ হয়ে যায় তখন রাসূলের হয়ে যায়, এখানে আমার একটা ভাবনা যে- সব জ্ঞান মূলত গায়েবি এবং সেটি জাহের করলে অনেকে জাহেরি বলে চালিয়ে দেয়; উপরোক্ত বাণীতে জ্ঞানীর ধর্মের কথা বলা হচ্ছে অর্থ্যাৎ সহিষ্ণুতা অথচ সহিষ্ণুতার অভাবে অনেকে নিজেরা যে মানুষ সেটাও উপলব্ধি করতে পারছেন না, বড়ই অভাগা! এরপরে জীবন নিয়ে চমৎকার একটা দরদী সহমর্মি স্বভাবের কথা বলেছেন আতাউর রহমান-

‘জীবন একটা প্রশ্ন। জীবনকে যে যত বেশি ব্যবহার করেছে, উল্টেপাল্টে চিৎ উপুড় সোজা করে দেখেছে ও বুঝেছে- উত্তরটা তার কাছে তত স্পষ্ট। ‘

উপরোক্ত কথায় আমার একটা কথা মনে পড়লো,বিল্ডিং বানানোর সময় দেখেছি রডকে পিটিয়ে সোজা করে তারপর কাজে লাগানো হচ্ছে; আরেকটি কথায় আমার মনোযোগ কেড়ে নিল লেখক-

‘আলস্য বরং ভালো, অকাজ করার চাইতে।’

সত্যিইতো শয়তানের চেয়ে এই জগতে সৃষ্টির মধ্যে কেউ বেশি কাজ করতে পারেননি, এখনকার সমাজ বাস্তবতার সাথে কী দারুণ মিলিয়ে নিতে পারেন কথাটি; আরেকটি কথা-
‘স্তুতি লাগামহীন, মানে বিপদ অনতিদূরেই।’

উপরোক্ত কথাটির বাস্তবতা খুঁজতে সময়ক্ষেপণের প্রয়োজন নেই। বস তেল ছাড়া চলতেই পারে না, যদি তেল অতিরিক্ত হয় শরীরের অবস্থা বেগতিক এমনকি প্রাণনাশ,এই তেলের আধিক্যে কিন্তু শেখ হাসিনার মতো অনেক শাসকের পতন হয়েছে এবং হবেও….

০২.
আতাউর রহমান এর অণু ভাবনা সমৃদ্ধ বইটি বিশেষ ভালো লাগার কারণ প্রকাশভঙ্গি মার্জিত ও আদরণীয় এবং থ্রোয়িংয়ে ছন্দিত স্পন্দন অনেক সময় আপনার অণু কবিতা বলে মনে হবে। সবচেয়ে বড় কথা হলো- আমরা নিজেদের জ্ঞান জাহের করে দেখিয়ে দিতে চাই আমি বড় জ্ঞানী, সেই ভাবটা এই অণু ভাবনার বইটিতে নেই, এটিই সুখকর ও মনোগ্রাহী করে তুলবে পাঠকের ভাবনার সাথে সম্পর্ক বিনির্মাণে; কয়েকটি বাণী পড়া যাক-

‘বলা গল্পের চেয়ে জীবনের না- বলা গল্প আর বলতে না-পারা গল্পের সংখ্যা অনেক বেশি।’

খ.
‘জ্ঞান দম্ভনাশী। দম্ভ জ্ঞানধ্বংসী।’

গ.
‘সমালোচনা – মুখে সবাই চায়, অন্তরে কেউ নয়।’

ঘ.
‘পূর্ণ হতে চাইলে দরকার আগে শূন্য হওয়া।’

ঙ.
‘আধ্যাত্মচেতনা যার নেই, তার জীবন সান্ত্বনাহীন। শুশ্রুষাশূন্য তার হৃদয়। ‘

সত্যিকার অর্থে নিজের ভেতর রাগ ক্ষোভ রাখলে নিজেরই ক্ষতি। ডাবল ক্ষতি। যেমন একজন আপনার সাথে অপরাধ করেছে এতে আপনার ক্ষতি হলো এরপর তার প্রতি রাগ করে ডাবল ক্ষতি কেননা দিনশেষে আপনার ঐ রাগ আপনাকে শারীরিক ও মানসিকভাবে সমস্যায় রাখবে এমনকি আপনার মধ্যে সাধনা কর্মে নির্ঘাত ব্যাঘাত ঘটাবে,এজন্যই ক্ষমা করাটাই জরুরি নিজের জন্য, নয়তো আধ্যাত্মচেতনাই আসবে না; এর ফলে আপনি নিজের মধ্যে সান্ত্বনা পাবেন না, নিজেই হয়ে যাবেন পথহারা। উপরোক্ত বাণীগুলোসহ শত শত বাণী কিংবা অণু ভাবনা নিয়ে ‘বোধের চকিতে পাওয়া উপলব্ধি’ বইটি আপনার পড়ার জীবনে নতুন সংযোজন হবে এটাই বলতে পারি…

|||
বোধ চকিতে পাওয়া উপলব্ধি
আতাউর রহমান
স্বপ্ন ‘৭১
প্রচ্ছদ: কাজী আব্দুল্লাহ আল নোমান
মূল্য: ২০০ টাকা

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
শামসুল হক এস এইচ নীর on নাকাবা কিংবা বিপর্যয়ের দিনগুলো