spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ

লিখেছেন : সুচন্দ্রা দাস

কবিতাগুচ্ছ

সুচন্দ্রা দাস

১.
আমরা কি মানুষ?
নাকি ভূগোলে ভাগ করা নির্লজ্জ নীরবতা?

অস্থির আগুন—
ছিঁড়ে পড়ছে মানুষ,
আকাশের গায়ে সেঁটে আছে ছিন্নভিন্ন ছায়া—
এই কি ছিল বাঁচার প্রতিশ্রুতি?

কেউ আর্তনাদ করে না,
কারণ কান্নার ভাষা আজ নিষিদ্ধ।
কারণ পৃথিবী কানে তুলো গুঁজে চায়
শুধু ‘শান্তির আলোচনা’।

নিশ্চিহ্ন হয়ে গেলো গোটা একটা শহর। হায় রে।

২.
ভালোবাসা মানে
নরম জামাকাপড়ে ঢাকা আগুন।
যা তুমি ছুঁয়ে দেখো,
কিন্তু পুড়ে যাও না—
শুধু জ্বলতে শিখে ফেলো।
ভালোবাসা মানে
নিরন্তর বুনে যাওয়া জাল
প্রশ্নের উঠোনে,
লণ্ঠনের কাঁপা কাঁপা আলো।
ভালোবাসা মানে—
আবছায়া আড়ালে রয়ে যাওয়া চুমুর অসমাপ্তি।
যেখানে ঠোঁট ছুঁয়েও কিছু বলা যায় না,
তবু চুপচাপ বোঝা যায় সব।

৩.
সে এক ধ্রুপদী প্যারাডক্স

সে ছিল—
কিন্তু ইতিহাসের পাতায় নয়,
সময়ের নাভিমূলে।

সে আছে—
নিয়মের মাঝে নয়,
নিয়মের বেঁকে যাওয়া রন্ধ্রে।

সে থাকবে—
কেননা তার অনুপস্থিতি মানেই
বিশ্বচক্রে অসমতা।

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. আহা!.

    পৃথিবী কবে সভ্য হবে?.
    কবে বর্বরতা বন্ধ হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on মরুভূমি