প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : মাহবুবা করিম

গুচ্ছ কবিতা : মাহবুবা করিম

১.
রাত ও নিঃসঙ্গ মানুষের কথা

একটা সাতান্ন–

ঘরটায় হুহু করে বিষন্নতা ঢুকছে। ভেতর-বাহির সর্বত্ব ঢুকে পড়ছে অজ্ঞাত কালো ভয়। এই ভয়ঙ্কর শশ্মানের মত নিঃসঙ্গ একা জীবনটাকে, দু বছরের শিশুর মতোই রাতের পর রাত ভেংচি কাটছে ঘড়ির কাটা।

দু’টো পঁয়তাল্লিশ–

মনে হচ্ছে ভাদ্রের উত্তাপ গায়ে। আর বিষাদের ঘাতক বুলেট সিনা ফুঁড়ে ঢুকে পড়ছে। চারিধারে নিমজ্জিত শূন্যতার আহুতি।যেন কারফিউ চলছে। আর হৃদয়ের তর্জমা পাঠ করছে গলির কয়েকটি কুকুর।

তিনটে সাতাশ–

ঘড়ি থেকে খুলে রাখছি হৃদপিণ্ড। সামন্যতম প্রেমের অভাবে–রাত দীর্ঘ হলেই, কেমন যেন বিশ্বস্ত জানলার গ্রীলও কারগার হয়ে যায়। কার ভাল্লাগে?

পাঁচটা দশ–

ভোরের আযান ভেসে আসছে। আঁধার কেটে যাচ্ছে। ঘড়ির হৃদপিণ্ড নেই এখন আর। এইরকম ভেজা ভোরে নিজেকে উৎসর্গ করতে ইচ্ছা করে খুব।

২.
প্রেম হোক অনুরূপ মুসার ধ্যান

তোমার সম্মতি পেলে, আমরা আমাদের তৃষ্ণার ঠোঁটে অফুরান জমজমের জল রেখে পান করতে পারি অমৃত। তোমার সম্মতি পেলে, আমাদের আজন্ম নিলাজ শামুক কফিনজাত আব্রু খুলে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারে প্রাতঃভ্রমণে। যুগপৎ – তুমি ও আমি আমাদের মোহন নিদ্রা উৎযাপিত হতে পারে পৃথিবীর নরম জাজিমে।

বস্তুতঃ প্রেমই জায়নামাজ ;

আমি প্রেমের উপর দাঁড়িয়ে তোমাকে লক্ষবার উচ্চারণ করি, অনুমান– ঝিঁঝির জিকিরের চেয়েও মগ্ন আমার ইবাদত, অনুরূপ — যোগীর অভ্যেসে জিহবায় ভিজিয়ে রাখি
তোমার নাম,

জানবে,
তোমার প্রতি আমার যত ভিখেরীপনা স্বভাবজাত।

আমি ফুল ও ঘাসের অনুশীলনে অচঞ্চল।
আমি তোমার জন্যই মত্ত গাজরের মতন রঙিন বিকেলে। আমি তোমার জন্যই সুখী হাওয়ার তাড়া খেয়ে দ্রুতই যৌবনে গমন করে ফেলি হলুদ ফড়িং অথচ এখনো শিশু। তোমার সিম্ফনি হাসি, আমাকে অনন্ত যৌবনে পদার্পণের জটিল মানসাঙ্কের বৃত্ত ভরাটে ঔদ্ধত্য করে;

আমি তোমার দিকে অগ্রসর হই।

তবু – তোমার নামের দরুদ জানি না বলেই কী
আমার ধ্যান ও মগ্নতা নিতান্ত তুচ্ছ বলে মনে হচ্ছে তোমার।

৩.
অজান্তেই কত কী আছে তোমার

যতবার হাসো—একটি গাছ রোপন করি অন্তরে ।

জানো কী মেয়ে , সাতশত আট কোটি অর্জুন গাছ ধীরে ধীরে বড় হচ্ছে হৃদয়ে? তুমি—বিষ ছড়ালেও তা শুষে নিয়ে অক্সিজেন ফিরিয়ে দেয়ার মত এতটা বনাঞ্চল হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াই এখন ।

যদি ঘৃণা দাও অথবা বিষ , যা-ই দাও–
বনাঞ্চল বাড়ুক—বনাঞ্চল বাড়িয়ে চলেছি নিরন্তন
হাসি থামিও না মেয়ে—হাসতে হয় অনন্তকাল ।

সমুদ্র— ভালো লাগে না মেয়ে তোমার ? তাই অশ্রু লুকিয়ে পাহাড় গড়েছি অন্তর্লীনে । সিঁড়ি কাটি ; কাটতে কাটতে ঘর পাতি ; সেই ঘর নিয়ে ঘুরে বেড়াই অন্তরপুরে । যদি ক্লান্ত হও , এসে জিরোও , শুতে চাও , ঘুমোতে চাও—

যদি নাই চাও —ঘরে আলো জ্বলে—জ্বলুক, ঘরে জোনাক জ্বলে—জ্বলুক। পাহাড় কেটনা মেয়ে—পাহাড় কাটতে নেই ।

যদি তৃষ্ণার্ত হও , হও যদি , জেনো —
একটি মিঠা নদী আজন্ম বয়ে বেড়াই ঠোঁটে ।

অথচ—এক কোটি বছর ! এক কোটি বছর
কত অজানা ঘর , বনাঞ্চল ও নদী আছে তোমার -অজানাই ।

৪.
তোর নামে কুকুর পুষি আজকাল


তোর নামে কুকুর পুষি আজকাল
তোর নামেই–ডাকি যদি, এক ছুটে চলে আসে পায়ের কাছে
আসে, চুকচুক ঘেষে
জিভ দিয়ে চাটে শরীর,
সে-ও ভালোবাসা বোঝে
তুই বুঝিস–কচু
নইলে কী আর এইভেবে ছেড়ে যেতিস অবহেলায়?

সে-ও জাগে, কাঁদে মাঝরাতে—
যদি বা দ্যাখে জল টলমল চোখ,
সিগারেটে পুড়ছি খুব;
বোবা জাত
কয় না
সয় না
গা ঘেষে
বোঝে ও খোঁজে ব্যথার নিত্য অসুখ।

৫.
আপনার প্রেমিকা হতে চাই

শুনেছি–
পিথাগোরাসের মারপ্যাঁচ বোঝেন; ক্যামিস্ট্রি মোটেও বোঝেন না। অথচ কী না পিওর ব্যাচেলর..

ঘরে ইঁদুরের সাম্রাজ্য, মনে জং ধরেছে
আপনার ঠোঁটে ছাপ পড়েছে আগুনের;
একবার সুযোগ দিন না প্লিজ—
চুমুর ছাপ ফেলে দিই…

শুনেছি–
ইদানীং চায়ে চিনি ঢালছেন বেশি।রোজ রোজ হাত পুড়িয়ে ফেলছেন। ভুলে যাচ্ছেন স্বল্পায়ু জীবনে একজন প্রেমিকা থাকা কতটা জরুরী।

একটি সুযোগ দিয়েই দেখুন প্লিজ,
তল্পিতল্পা গুটিয়ে আপনার ভেতরে ঢুকে পড়ি; প্রেমিকা হই–
প্রেমিকা হয়ে খুব করে গুছিয়ে দেই আপনাকে।

আরও পড়তে পারেন

4 COMMENTS

  1. মাহবুবা করিমের এক গুচ্ছ কবিতা পড়লাম। নিবিড় শৈল্পিকতা , ভাবনার অভিনবত্ব এবং কাব্যভাষার মাধুর্যময় প্রাতিস্বিকতা—এই সবকিছু মিলে দারুণভাবে উপভোগ্য সবকয়টি কবিতা। কবিতাগুলোর ভাঁজে ভাঁজে কিছু পঙক্তি আছে চমক ও মুগ্ধতায় ভরে দেওয়ার মতো। এই প্রথম আমি মাহবুবা করিমের কবিতা পড়লাম। তাকে অভিনন্দন জানাই। তার কবিতা আরও বেশি বেশি পড়তে চাই ।

  2. অসাধারণ। আপনার একগুচ্ছ কবিতা পড়ে মুগ্ধ হলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা