ফাদওয়া তুক্কান
নাজিব ওয়াদুদ কৃত অনুদিত
ফিলিস্তিনী কবিদের অগ্রনায়কদের একজন। কবি ইবরাহীম তুক্কানের বোন ফাদওয়ার জন্ম ১৯১৭ সালে, নাবলুসে। ঐতিহ্যবাহী আঙ্গিকে লেখা শুরু করলেও আরবী সাহিত্যে ‘ফ্রি ভার্স’ আমদানীর জন্যে স্মরণীয়। প্রেম এবং সামাজিক প্রতিবাদের নারীবাদী প্রকাশ তার প্রিয় বিষয়। ১৯৬৭ সালের পর তিনি দেশাত্মবোধক কবিতাও লিখতে শুরু করেন। ১৯৮৫ সালে আরবীতে লেখা তার আত্মজীবনীর ইংরেজী অনুবাদ প্রকাশিত হয় ১৯৯০ সালে। কবিতার জন্যে অনেক পুরস্কার লাভ করেছেন। ঔপন্যাসিক লিয়ানা বদর তাকে নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন ১৯৯৯ সালে। ২০০৩ সালের ডিসেম্বরে ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
আমার জন্যে যথেষ্ট
আমার জন্যে যথেষ্ট
তার পৃথিবীতে মৃত্যুবরণ করা
তার মধ্যে চিরশায়িত হওয়া
তার মাটিতে গলে মিশে যাওয়া
তারপর ফুল হয়ে ফোটা
এবং আমার দেশের কোনও এক
শিশুর সঙ্গে খুনসুটি করা।
আমার জন্যে যথেষ্ট
আমার দেশের বুকে লগ্ন হয়ে থাকা
তার কাছে থাকা এক মুঠো ধুলো হয়ে─
এক টুকরো ঘাস হয়ে─
একটি ফুল হয়ে।