১
সম্পর্ক
অমন ধাতব মুখের ভাষা
বোঝার সাধ্য যে কার আছে
যুগল ধারাপাতের দিনে
বাজে শব্দশেকল বাজে
সুরের কোমল দহন মাঝে
তুমি মেঘের ছায়ায় একা
তখন দূরের গিরিতটে
হাসে আমার ভাগ্যরেখা
বাজে ডমরু ঘনঘন
কথা শূন্য অভিধানে
আনে তুমুল নীরবতা
গ্লানি আয়নাতে আর মনে
আমার সমুদ্রঢেউ নোনা
গলে সূর্য সোনার মতো
যতই আগল খুলে রাখি
হৃদয় পুড়ছে অবিরত
গহন রাতের সূক্ষ্ম চালে
বাড়ে তরজাপ্রবণ হাওয়া
আমি দরদভরা চোখে
দেখি তোমার চলে যাওয়া
২
বৈপরীত্য
মনের গোপন তারে সুরগুলো ওঠানামা করে
যদিও নিজেকে বাঁধি রুক্ষ চোখ তীক্ষ্ণ শব্দভারে
মৌরিফুল মৌরিফুল অযাচিত এলোমেলো বাঁচে
হৃদয়ে কীলক বিঁধে রক্ত ঝরে বিষণ্ণ বাতাসে
তারার শরীর জুড়ে পরান্মুখ নখের আঁচড়
নিজেকে চিনতে লাগে কত দিন কতটা বছর
সূর্যগলা তপ্তদিনে ভ্রম জাগে তবু কি হঠাৎ
কত পথ পার হলে মুছে যাবে সমুহ আঘাত
অশ্বক্ষুর ধ্বনি দূরে আলো যত নেভে একে একে
দু’মুঠো অন্নের দায়ে গন্ধ আমি বিলিয়েছি কাকে
কোথায় বিরতি এর, কত দূর কোন ঠিকানায়
নিয়ম ভাঙ্গার দিনে ঘোর লাগে দূর নিশানায়
মনের সামান্য দাবি, মুছে নাও সকল বয়ান
পুরনো ফলকে শুধু লেখা থাক শোকস্তব্ধ নাম
৩
প্রেম অথবা ঘুম
যেন জন্ম ঘুরে এল প্রেম
চাঁদের শরীরে আলগা হচ্ছে এবার জ্যোতি
জল বাড়ে। বাড়ে ঘুম।
আদিম ভোরের দিকে
পদ্মফোঁটা আঙুলে বাজে আশ্চর্য প্রফুল্লতা
কোথাও কি বৃষ্টি ঝরছে খুব..
পথঘাট ঢেকে গেছে অসমাপ্ত গানে?
৪
তীরন্দাজ
ছড়িয়ে দিয়েছ টঙ্কার
তীব্র সংকেত তীরন্দাজ
ফুলেরা নিয়ত দগ্ধায়
স্তব্ধ চারপাশ নিরুচ্ছ্বাস
কখনো দেখনি বিস্তার
মুগ্ধ উড্ডীন ডানার ভোর
দেখনি কখনো রাত্রির
স্নিগ্ধ নির্মল মোহন রূপ
হেনেছ আলাপে নির্মল
সূক্ষ্ম মন্ত্রের চতুর চাল
আড়ালে রেখেছ গর্জন
সুপ্ত ঈর্ষার বিষম ছল
ছিঁড়েছ প্রতিটি বন্ধন
হাসছো আজ কোন সহিংসায়
সুরেতে বাজে না সন্তুর
গাইছ কোন গান আঁধারময়
৫
সঞ্চারপথ
কোথায় রেখেছ মায়া
কতটুকু ওঠালে নিলামে
কতটা উদোম হলে
কত আর ছিঁড়বে অমরা
রুপালি কোমল রেখা দিনশেষে౼
মরাচোখে শূন্যে ভেসে থাকে
রেটিনায় জুড়ে যায় দূরসন্ধিকাল
বিরস রাতের শেষে উজানের জল
দ্রোহবলে প্রতিক্ষণ সরে যায় দূরে
আমাকে জড়ায় সুত
বিপরীত কথার বিপাকে
ফিরে ফিরে এ ভ্রমণে প্রার্থনা তবু
পরিমিতিবোধ যেন না ঘোচে ইশ্বর…
সংক্ষিপ্ত পরিচিতি:
মেঘ অদিতির জন্ম ৪ মে, জামালপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর এবং এরিনা মাল্টিমিডিয়ায় মাল্টিমিডিয়া এন্ড ওয়েব বিষয়ে ট্রিপল ডিপ্লোমা। ছোটবেলা থেকে লেখালিখি করলেও এই জগতে নিয়মিত হন ২০০৭ সালে। মূলত কবিতা লেখেন। পাশাপাশি গদ্য, গল্প। ছবি আঁকতেও ভালোবাসেন। বর্তমানে ঐহিক বাংলাদেশ ও ঐহিক অনলাইন নামক ছোট কাগজের সম্পাদনার দায়িত্বে নিয়োজিত।
প্রকাশিত বই:
জলডুমুরের ঘুম (২০১২, মুক্তগদ্য)
অস্পষ্ট আলোর ঘোড়া (২০১৩, গল্প)
ও অদৃশ্যতা হে অনিশ্চিতি (২০১৪, কবিতা)
সময় শূন্যতার বায়োস্কোপ (২০১৬, গদ্য-গল্প)
প্রবেশাধিকার সংরক্ষিত (২০১৭, কবিতা)
পাখি সিম্ফনি ও ক্যালাইডোস্কোপ (২০১৮, কবিতা)
উপসংহারে অন্য সকাল (২০২০, গল্প)
বাউকুড়ানি (২০২২, অণুগল্প)
একটি আত্মঘাতী ফুল, তোমাকে (কবিতা, ২০২৩)
বুনো পিউমের দিনে (কবিতা ২০২৩)