spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : মেঘ অদিতি

গুচ্ছ কবিতা : মেঘ অদিতি

সম্পর্ক

অমন     ধাতব মুখের ভাষা

বোঝার সাধ্য যে কার আছে

যুগল      ধারাপাতের দিনে

বাজে      শব্দশেকল বাজে

সুরের     কোমল দহন মাঝে

তুমি       মেঘের ছায়ায় একা

তখন     দূরের গিরিতটে

হাসে      আমার ভাগ্যরেখা

বাজে     ডমরু ঘনঘন

কথা       শূন্য অভিধানে

আনে     তুমুল নীরবতা

গ্লানি      আয়নাতে আর মনে

আমার   সমুদ্রঢেউ নোনা

গলে       সূর্য সোনার মতো

যতই      আগল খুলে রাখি

হৃদয়      পুড়ছে অবিরত

গহন      রাতের সূক্ষ্ম চালে

বাড়ে     তরজাপ্রবণ হাওয়া

আমি      দরদভরা চোখে

দেখি      তোমার চলে যাওয়া

বৈপরীত্য

মনের গোপন তারে সুরগুলো ওঠানামা করে

যদিও নিজেকে বাঁধি রুক্ষ চোখ তীক্ষ্ণ শব্দভারে

মৌরিফুল মৌরিফুল অযাচিত এলোমেলো বাঁচে

হৃদয়ে কীলক বিঁধে রক্ত ঝরে বিষণ্ণ বাতাসে

তারার শরীর জুড়ে পরান্মুখ নখের আঁচড়

নিজেকে চিনতে লাগে কত দিন কতটা বছর

সূর্যগলা তপ্তদিনে ভ্রম জাগে তবু কি হঠাৎ

কত পথ পার হলে মুছে যাবে সমুহ আঘাত

অশ্বক্ষুর ধ্বনি দূরে আলো যত নেভে একে একে

দু’মুঠো অন্নের দায়ে গন্ধ আমি বিলিয়েছি কাকে

কোথায় বিরতি এর, কত দূর কোন ঠিকানায়

নিয়ম ভাঙ্গার দিনে ঘোর লাগে দূর নিশানায়

মনের সামান্য দাবি, মুছে নাও সকল বয়ান

পুরনো ফলকে শুধু লেখা থাক শোকস্তব্ধ নাম

প্রেম অথবা ঘুম

যেন জন্ম ঘুরে এল প্রেম

চাঁদের শরীরে আলগা হচ্ছে এবার জ্যোতি

জল বাড়ে। বাড়ে ঘুম।

আদিম ভোরের দিকে

পদ্মফোঁটা আঙুলে বাজে আশ্চর্য প্রফুল্লতা

কোথাও কি বৃষ্টি ঝরছে খুব..

পথঘাট ঢেকে গেছে অসমাপ্ত গানে?

তীরন্দাজ

ছড়িয়ে দিয়েছ টঙ্কার

তীব্র সংকেত তীরন্দাজ

ফুলেরা নিয়ত দগ্ধায়

স্তব্ধ চারপাশ নিরুচ্ছ্বাস

কখনো দেখনি বিস্তার

মুগ্ধ উড্ডীন ডানার ভোর

দেখনি কখনো রাত্রির

স্নিগ্ধ নির্মল মোহন রূপ

হেনেছ আলাপে নির্মল

সূক্ষ্ম মন্ত্রের চতুর চাল

আড়ালে রেখেছ গর্জন

সুপ্ত ঈর্ষার বিষম ছল

ছিঁড়েছ প্রতিটি বন্ধন 

হাসছো আজ কোন সহিংসায়

সুরেতে বাজে না সন্তুর 

গাইছ কোন গান আঁধারময়

সঞ্চারপথ

কোথায় রেখেছ মায়া

কতটুকু ওঠালে নিলামে

কতটা উদোম হলে

কত আর ছিঁড়বে অমরা

রুপালি কোমল রেখা দিনশেষে౼

মরাচোখে শূন্যে ভেসে থাকে

রেটিনায় জুড়ে যায় দূরসন্ধিকাল

বিরস রাতের শেষে উজানের জল

দ্রোহবলে প্রতিক্ষণ সরে যায় দূরে

আমাকে জড়ায় সুত 

বিপরীত কথার বিপাকে

ফিরে ফিরে এ ভ্রমণে প্রার্থনা তবু

পরিমিতিবোধ যেন না ঘোচে ইশ্বর…

সংক্ষিপ্ত পরিচিতি:

মেঘ অদিতির জন্ম ৪ মে, জামালপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর এবং এরিনা মাল্টিমিডিয়ায় মাল্টিমিডিয়া এন্ড ওয়েব বিষয়ে ট্রিপল ডিপ্লোমা। ছোটবেলা থেকে লেখালিখি করলেও এই জগতে নিয়মিত হন ২০০৭ সালে। মূলত কবিতা লেখেন। পাশাপাশি গদ্য, গল্প। ছবি আঁকতেও ভালোবাসেন। বর্তমানে ঐহিক বাংলাদেশ ও ঐহিক অনলাইন নামক ছোট কাগজের সম্পাদনার দায়িত্বে নিয়োজিত।

প্রকাশিত বই:

জলডুমুরের ঘুম (২০১২, মুক্তগদ্য)

অস্পষ্ট আলোর ঘোড়া (২০১৩, গল্প)

ও অদৃশ্যতা হে অনিশ্চিতি (২০১৪, কবিতা)

সময় শূন্যতার বায়োস্কোপ (২০১৬, গদ্য-গল্প)

প্রবেশাধিকার সংরক্ষিত (২০১৭, কবিতা)

পাখি সিম্ফনি ও ক্যালাইডোস্কোপ (২০১৮, কবিতা)

উপসংহারে অন্য সকাল (২০২০, গল্প)

বাউকুড়ানি (২০২২, অণুগল্প)

একটি আত্মঘাতী ফুল, তোমাকে  (কবিতা, ২০২৩)

বুনো পিউমের দিনে (কবিতা ২০২৩)

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা