প্রচ্ছদ
তোমায়
না…
প্রচ্ছদ
দেখতে-দেখতে
আমি
পাগল হয়ে যাচ্ছি।
ভাষার মাস
ভাষার মাসে কোনো ভাষা নেই মুখে–
বুকে, বুকশেল্ফে।
ভাষার সমস্ত চিহ্ন আজ মুছে গেছে ক্রসফায়ারে।
বই থেকে সমস্ত অক্ষর আজ বিলুপ্ত–
তার প্রতিহিংসায়।
ভাষাই যেখানে নেই– কণ্ঠে ও বইয়ে
সেখানে–
কিসের বালের বইমেলা?
গণতন্ত্র, বাক স্বাধীনতা ও এক স্বৈরীণীর
পতন কামনায়–
পেচ্ছাব করতে প্রবেশ করলাম–
সোহরাওয়ার্দী উদ্যানে।
ফাগুন
এসেছে ফাগুন
হৃদয়ে টোকা দিয়ে
বলবে কি কেউ–
একটু জাগুন।
আগুন…আগুন…
লেগেছে মনে
প্রকৃতিতে নয়
কিমবা বনে।
পদক
বাংলাদেশকে আমি একটি পদক দিতে চাই–
আমারি নামে।
কত রঙ্গে ভরা রত্নগর্ভা ধাত্রী আমার।
আল মাহমুদ, আপনার কি আপত্তি আছে?
মাছেদের ও গাছেদের কোন
প্রতিবাদ ও দ্বিমত আছে বলে আমি শুনিনি।
অন্যান্য কবিদের মধ্যে–
মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ প্রমুখদের কেউ
বিরোধিতা করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বলেও কোনো খবর–
সি এন এন বা আল জাজিরাতে নেই।
এমনকি জাজিরাতুল আরবের কেউও
এ ব্যাপারে কোন উচ্চবাচ্য করেননি–
আপাতত এতোটুকু বলতে পারি।
বহুধাবিভক্ত এ জাতির একমাত্র আশার প্রতীক
–এই আমি।
আমার নামে প্রবর্তিত পুরস্কারটি
আসছে ফেব্রুআরি বইমেলায়–
আমি বাংলাদেশের হাতে তুলে দিতে চাই।
আপনি আসছেন তো?
বৃষ্টি
আজ বৃষ্টি
হোক সৃষ্টি
প্রতীকী
আজ বৃষ্টি
হলে লিস্টি
ক্ষতি কি?
অক্ষর
উড়ে যাচ্ছে অক্ষর পুড়ে যাচ্ছে অক্ষর
কে লাগায় টক্কর
কে রে?
উড়ে যাচ্ছে অক্ষর দূরে যাচ্ছে অক্ষর
ঘুরে যাচ্ছে অক্ষর
ও রে!
অক্ষর আমাদের রবি
অক্ষর হয়ে গেলো ছবি।
আগুন
আগুন নেই
আমরা আছি বেঁচে–
মোমের আঁচে।
ভাষা
আমি আমার ভাষাকে আর
ভাষা বলি না
যেমন প্রেমকে– প্রেম
জীবনকে– জীবন
আমাকে– আমি
আমার ভাষা বা চিহ্ন
এখন মিশে গেছে মাটিতে। প্রকৃতিতে।
বনে। পাহাড়ে। সমুদ্রে।
লাফিয়ে উঠছে মাছ–
আমার কথা হয়ে।
ঝরে যাচ্ছে পাতাগুলি–
বর্ণমালা।
বম্বিংয়ে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে–
স্বপ্ন।
ছবি ও চিত্রকল্প।
জমে যাচ্ছে এন্টার্কটিকা বা নায়াগ্রা ফলসে–
আমার আশা।
আমি শুধু বেঁচে আছি–
লওহে মাহফুজে।