spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাসাম্প্রতিক কবিতা : মহিবুর রহিম

সাম্প্রতিক কবিতা : মহিবুর রহিম

রসূল (স.)কে নিবেদিত কবিতা
১.
যে আলোতে খুলে যায় অন্ধকার যুগের কপাট
ভেঙে পড়ে জরাজীর্ণ অহমিকা অসত্য বিভ্রাট
সে আলোর দীপ্তি তিনি প্রিয় নবি রাসূলে কারীম
অনিষ্টির আইয়ামে জ্বলিতেছে সে নামের মিম।

জ্বলিতেছে ইহলোকে ভাবলোকে প্রণয়ী সত্তায়
ঊর্ধ্বলোকে জ্বলিতেছে কল্যাণীয় প্রেম চেতনায়
তাঁহারে জানাও সবে নম্র চিত্তে দুরুদ ও সালাম
মুক্তির দিশারি নবি সাল্লেল্লাহু আলাইহিসসালাম।

যে আলোতে ফোটে ফুল জনপদে নামে বরাভয়
ব্যথাহত বুক থেকে নেমে যায় অনিষ্টির ভয়
রহম আদর্শ তিনি কল্যাণীয় জীবন তাহার
আরব আজম জুড়ে তাঁর সে-ই কাহিনি বিস্তার

মানুষের প্রয়োজনে বাতাসের বেগে চলে সাহসে সুঘ্রাণে
বৈষম্য বর্ণের ভেদ দূর করে স্থিতি আনে প্রাণে।।

২.
আমি তাঁর প্রশস্তি লেখি অসীম মুগ্ধতায়
তাঁর মতো বিশ্বস্ত বন্ধু এ পৃথিবীর কোন প্রান্তে নাই
আমার সব শব্দ সঙ্গীত অনুভব তাঁরই দরুদে উৎসারিত
তাঁর প্রেমে নির্ভরতা শাশ্বত সত্যের ঘ্রাণ পাই

আমি তাঁরই প্রশস্তি লেখি বিনম্র শ্রদ্ধায়
তাঁর মতো মানব বাদী যুগ যুগান্তরে নাই
ইতিহাস সাক্ষ্য দেয় আর সেই পবিত্রতম ঐশী কোরান
ব্যথাহত মানুষেরে আশ্বাসের বার্তা শোনায়

আমি তাঁরই প্রশস্তি লেখি পূণ্যতর প্রেম বন্দনায়
একমাত্র বিকল্প তিনি মানুষের মুক্তি চেতনায়
সহস্র বছর ব্যর্থ তাঁর সেই দেখানো পথ ছাড়া
এখনো মানুষ তাঁরই পথে এসে মঞ্জিল খুঁজে পায়।

ফসল তোলার মওসুম

তোমার ডান হাতের জন্যে শুভ সংবাদ
এসেছে তার ফসল তোলার মওসুম
বাম হাতের পণ্য দাহ হবে
আর ভার মুক্ত হবে জরাগ্রস্ত তোমার সময়
ইমানের মাটিতে পুঁতে দাও তোমার সংযম
ধৈর্যের উপত্যকায় আবাদ করো সবুজ ঐশ্বর্য
শৃঙ্খলিত অমঙ্গল তোমার সাফল্যে হবে হতাশ
তোমার ভাণ্ডার ভরে উঠবে পুণ্যের সওদা
ঝরে যাক তোমাকে ঘিরে কর্পোরেট গ্লানির সফেন
ধৌত করে নাও তোমার মলিন সত্ত্বাকে
চারদিকে ছড়িয়ে পড়ুক তাকওয়ার সুবাস।

ইফতার

ক্ষুধা তৃষ্ণা লোভ নিস্তব্ধ হয়ে থাকে
তোমার অথৈ সংযমের সামনে
বেহেস্তের উদ্যানে তখন অপার বিস্ময়
ও হার না মানা মনুষ্যত্ব
এ তোমার গোপন গৌরব
পাহাড় টলে তবু তোমাকে টলাতে পারে না
পাথর গলে তবু তোমাকে গলাতে পারে না
তোমাকে ঘিরে থাকে আল্লাহর সন্তোষ
যেন ইস্পাতের মতো সুদৃঢ় রোজাদার
যখন সামনে থাকে ইফতার।

সিয়ামের চাঁদ

আকাশের কোণে হাসে
সিয়ামের চাঁদ
এসো সবে মিলে করি
নেকের আবাদ।

আগাছায় ভরে আছে
হৃদয় জমিন
কালো মেঘে ঢাকা যেন
পৃথিবীর দিন–

আজ দেখো ফিরে এলো
পূন্যের মাস
এসো সবে মিলে করি
তাক্বওয়ার চাষ

রহমত ও বরকতে
ভরা যার ক্ষণ
রোজা রেখে জমা করো
পূন্যের ধন।

অমূল্য এ ফসল
পথের সহায়
তার কোন তুলনা যে
এ জগতে নাই।

তাক্বওয়ার মওসুম
মাহে রমজান
এসো সবে মিলে নিই
তারই সুঘ্রাণ।।

নিখাঁদ খুশির হাসিতে

রমজানের ঐ চাঁদ উঠেছে
আকাশ কেমন ভরে গেছে

নিখাঁদ খুশির হাসিতে
শুদ্ধ প্রাণে সুর উঠেছে
গহন গোপন বাঁশিতে

এ রমজানে রোজা রেখে
চর্চা করো তাক্বওয়ার
দোয়া করো– আল্লাহুমা
আজির না মিনান্নার

নিশ্চিতই সফল হবে
খুলবে তোমার হৃদয় দ্বার
পাপের বোঝা লাঘব হবে
সহজ হবে পারাপার।

এ মাস হলো শুদ্ধ প্রাণের বসন্ত
পূন্য গাছে ফুল ফোটার নাই অন্ত

সে ফুল দিয়ে জীবন ভরো সুঘ্রাণে
হৃদয় ভরো খোদা ভীতির
নিখাঁদ-আলোর সুর তানে।।

ঈদ

কোন সৌন্দর্যই আর এত সুর আকর্ষণ বহন করে না
যেমনটা দেখা যায় ঈদের চাঁদের ক্ষীণ আলোক প্রভায়
এভাবে কত না দিন অবিরত আসে আর যায়
ঈদের দিনের মতো রঙে রূপে তীব্রতর হয় না কোনটাই!

কত কিছু ক্ষয়ে যায় ঈদের প্রতীক্ষা নিয়ে মন জেগে থাকে
একটি বছর শেষে আসে ঈদ ঊচ্ছ্বসিত চাঁদের সংকেতে
কিংবা কোটি হৃদয়ের স্বপ্ন নিয়ে সহসাই নামে পৃথিবীতে
অপার্থিব আনন্দের দায়ভার মানুষেরে দিতে।

হয়তো বা তাই অন্তর্গত প্লাবনের ধারা নামে সব জনপদে
আকাশের সংগোপন রঙগুলো জন্ম নেয় মানুষের মনে
প্রাচীন মনের সুর ফিরে আসে অনাদি মনের অভিধানে
একটি দিনকে দেয় বিশেষ মহিমা তার সুরে আর ঘ্রাণে।

ঈদ এলে যেন সব ফুলের পাপড়ি পায় নিজের স্নিগ্ধতা
ঈদ এলে দিন-রাত্রি খুঁজে পায় প্রকৃতির নম্র সজীবতা
মন ভরে দিয়ে যায় আনন্দের সকল কবিতা
বুভুক্ষের বুক থেকে নেমে যায় হাহাকার চিতা!

ঈদ ও হারানো সোনার পাখি

কত শত বছর পেরিয়ে গেছে
সময়ের যান্ত্রিকতা পেয়েছে নতুনতর গতি
আমি এই ক্ষুদ্র বুকে ধরে রাখি কত আশা
যা আমার অতি পুরাতন অমূল্য সম্পদ
আমি বুক ভরে রাখি কত প্রেম
যার ডালপালায় কখনো কখনো আসে রঙিন ফুলের সমারোহ
কোথা থেকে একটা সুখের প্রজাপতি উড়ে এসে বসে
আমি প্রায় নির্বাক লোচনে তাকিয়ে থাকি
আমি আমার সর্বস্ব দিয়ে উপলব্ধি করি
যেন নিস্তরঙ্গ সাগরে জাগে ঢেউ
কতবার অতীতকে একটা হারানো সোনার পাখি ভেবে বিষণ্ণ হয়েছি
কিন্তু আমার আশার চারাগাছে এলো বসন্তের সওগাত
আমি অতীত ও বর্তমানকে দেখলাম এক মহা সম্প্রীতির ময়দানে
যুদ্ধ ভুলে মহা ক্রান্তিকাল ভুলে
মারি ও মড়কের বিষণ্ণতা ঝেড়ে
সে আমাকে টেনে নিয়ে যায়
সেই শহিদি ঈদগাহে
আমি দাঁড়িয়ে থাকি শুদ্ধতম লোকারণ্যে
দেখি আমার অতীত ও বর্তমান
সব রকম ভুল ও বিবাদের রাস্তা পেরিয়ে
মিশে যাচ্ছে পবিত্র প্রাণের সান্ত্বনায়
যেন সত্যি ফিরে এলো সেই হারানো সোনার পাখি
মনে হয় যেন তার গান আমরা কতকাল শুনিনি !
আমি তার পালকের অপার্থিব গন্ধ শুঁকি
তার অনন্য বিশ্বস্ততার বুকে হাত বুলাই
আর অন্যরকম আনন্দে ভেসে বেড়াই…

ঈদ উৎসব

ঈদ মানে ভোগ নয়
ঈদ মানে ত্যাগ,
এক সাথে মিলে মিশে
চলার আবেগ।

ঈদ মানে সম্প্রীতি
সকলের সাথে,
হিংসা ও ভেদাভেদ
দূরে যায় তাতে।

দুর্নীতি অনাচারে
যারা মজে থাকে,
মানুষের প্রতি যারা
ঘৃণা পোষে রাখে-

ঈদ নয় সেই সব
জালেমের প্রীতি,
ঈদ হলো তওহিদ
বাদীদের রীতি।

তারা দূর করে দিয়ে
অনাচার সব,
আনে মহামিলনের
ঈদ উৎসব।।

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমির মুখোস উন্মোচন
কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমি এবং আমার গ্লানি
কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প
পথিক মোস্তফা on মানবিক কবি ফররুখ আহমদ
মোহাম্মদ জসিম উদ্দিন on ক্রান্তিকাল
এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা