বাবাকে
…….…
ভাত-কাপড়ের দুশ্চিন্তা করেই
আজো এমনি জীবন কাটছে আমার
শিল্প, সাহিত্য, সম্ভোগ, সন্তাপ, উদাসীনতা, বিলাসিতা
আমাকে স্পর্শ করছে।
আমাকেই লিখতে হচ্ছে আমার কথা।
আমি, আপনার মতো– লেখার ও দেখার জগৎ থেকে দূরে থাকা
ভাগ্যবান কেউ-ই হতে পারিনি।
আমি একজন লেখক এবং একজন বাবা।
(কবি রণজিৎ দাশ এর ঋণ স্বীকারপূর্বক)।
……
আটলান্টা, জর্জিয়া।
……
মেয়েকে
দেখতে-দেখতে মেয়েটি আমার বড় হচ্ছে
দেখছে অনেক কিছু
দেখবে আরো
পৃথিবীরে, বড় ও আপন করে
আজ ও প্রথম কাজে জয়েন করলো।
যে কি না তার মায়ের আঁচল ছাড়েনি!
সে-ই যাবে কাজে?
পৃথিবীকে যারা জয় করে
তারা বুঝি একদিন এ ভাবেই সাজে!
( সাইফা সামিয়া, তোমাকে…)
…..
আটলান্টা, জর্জিয়া।
…..
বৃষ্টি হচ্ছে
বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে
নতুন কি কিছু সৃষ্টি হচ্ছে?
এই মনে
অথবা দূর ঐ বনে?
হচ্ছেই তো। হবেই তো। হয়-ই তো।
নতুন দিনের লিস্টি হচ্ছে!
বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে…
…..
আটলান্টা, জর্জিয়া।
মা’কে
………
মা, মানেই দেশ, মানচিত্র
আমার পৃথিবী, আমার ভূগোল
আমাদের হাসি-কান্না, আদর-সোহাগ
সাধ-আহ্লাদ, অভিযোগ ও আবদার
বুকের মাঝেও এক টুকরো প্রশান্তি
মা, মানেই, আল্লাহ’র রহমত
শীতল বৃষ্টির ছোঁয়া, খরতাপে একখণ্ড ছায়া
মা, মানেই, রমেনা খাতুন
( মা তোমাকে মনে পড়ছে খুব…)
……
আটলান্টা, জর্জিয়া।
ভ্রমণ
……..
কেউ একজন বললো : ওরে
কেন যেতে চাস উড়ে
দূরে…
বহুদূরে?
আমি বললাম : থাক
আমার ডানা কেটে যাক
নেমে আসি নিচে।
ডানা দু’টি উড়ে গেলো, দূর সী-বীচে…
…..
ব্রুকহ্যাভেন স্টেশন, আটলান্টা।
…….
কবিতা
কিছু-কিছু ছবি কবিতা
কিছু-কিছু কবিতা ছবি
যেমন তুমি কবিতা আমি ছবি
যেমন আমি কবিতা তুমি ছবি
আমরা মিলেই কবিতার ধারণা এবং রবি।
……
লেনক্স স্টেশন, আটলান্টা।
এখন
…..…
এখন যৌবন যার
চুপ থাকারও তার
শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার
মৌ-বনে যাবার তার
শ্রেষ্ঠ সময়
এসো চুপ করে থাকি
এসো মৌ-বনে ডাকি
(কবি হেলাল হাফিজ এর ঋণ স্বীকারপূর্বক)
…..
আটলান্টা, জর্জিয়া।
…..
খুনি
আমরা কেউ ভুলিনি সাগর আর রুনি’কে
ভুলিনি তাহাদের খুনি কে?
ভুলিনি তনু’কে
ভুলিনি সোহান ও মনু’কে
খুনি যে; খুব গুণী খুনি সে!
(কবি মনজুর কাদের আপনাকে…)
….
আটলান্টা, জর্জিয়া।
….
জয়
প্রভু, মুছে দাও পাপ, তাপ, ক্ষয়
আমাদের যত ভয়–
হোক দূর।
কেটে যাক ভীতি, আসে যেন সুর।
আমরা জেতা মানে, তোমার জয়।
……
আটলান্টা, জর্জিয়া।
দেশ
……
ছোট্ট একটি দেশ আছে
বেশ আছে–
এই বুকে।
সুখে-দুখে
রাখি তারে ঢেকে।
তবু, সে যে ডেকে যায়
আয়, আয়…
আমার গাঁ’য়, সাঁঝের ছায়
বেলা বয়ে যায়
নীলিমায়…
……
আটলান্টা, জর্জিয়া।
……….
জন্মদিনে
একজনমে এতো ভালোবাসা
ফিরিয়ে দেওয়া যায় না—-
পৃথিবীর প্রতিটি প্রাণীর, প্রতিটি প্রাণের
যে ঋণ–
আসে যদি কখনো কোন দিন–
সময় বা সুযোগ
অভাগ অভিযোগ–
একপাশে রেখে
দেখে শুনে, তবু
পারবে না কেউ, পারে না কেউ
এতো-এতো ভালোবাসার ঢেউ–
ফিরিয়ে দিতে।
আমিও পারিনি। পারি না।
শুধু রেখে যাই সামান্য কৃতজ্ঞতা–
এ মহান সৃষ্টিকূলের, মাখলুকাতের, সৃষ্টিকর্তার…
(যারা আমার এ বিশেষ দিনে, জন্মদিনে, শুভেচ্ছা বার্তা ও দোয়া পাঠিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও তাদের অশেষ মঙ্গল কামনা করছি…)
…..
আটলান্টা, জর্জিয়া।
কবিতাগুলো সুন্দর। সুন্দর হোক আপনার পথ চলা।
কয়েকটা সুন্দর কবিতা পড়ার সংবাদ পেলাম।
কয়েকটা সুন্দর কবিতা পড়ার স্বাদ পেলাম।
আমি লেখা পাঠাতে চাই। নিজস্ব কবিতা। এই কাগজের ইমেইল পাঠাবেন দয়া করে। যদি সম্ভব হয়।
ধন্যবাদ।
সম্মান।
🙏