আকাশের চোখ না থাকলে
………
তোমার সকাল, সন্ধ্যা, রাত কোনোটাই আমার নয়,
তোমার ভালোবাসার ঘরবাড়ি
বন্দুক হাতে দাঁড়িয়ে থাকেঃ
তোমার প্লাবনে কিংবা জলোচ্ছ্বাসে আমি নেই ;
নেই মিলনের সমীকরণে
প্রেমের নৈবেদ্য নিবেদনে ।
যে প্রেম থাকে মরুর মতো মহাদেশে
সেখানে থাকে না কোনো প্রেমবেলা ,
মানুষের মনে থাকে না রোদের খেলা
প্রেমকে সত্য জেনে পায় না মানুষ জীবনের ভোরবেলা।
যা কিছু কালিমা মনে হয়
তা কোনোভাবেই প্রেম নয়!
আকাশের চোখ না থাকলে
প্রেম শেখা যায় না কোনো ভাবেই
যাওয়া যায় না কোনো ভাবেই
সত্যের সূর্যের নিকটে !
যে চোখ রাতের আকাশে কোনো তারা দেখে না
সে চোখ প্রেমের চোখ নয় কিছুতেই
তার হৃদয় স্বাভাবিক ভাবেই নরকের মতো শহর
নিঃসহায় অন্ধকারে নেই কিছুতেই প্রেমের বহর !
দূরে থাকলেই আমি নেই , এমন ভেবো না
………..
শিরায় শিহরণ জাগলেও
তুমি কাছে নেই ।
দূরে ভাসছো তুমি তোমার সময়ের জলে
এখানে তবুও আমার ভালোবাসার মেওয়া ফলে ।
চোরাবালি শুষে নিতে চায় আমার সব কিছু
দূরে থেকেও ছাড়ি না আমি তোমার পিছু ,
একদিন আমাদের ভালোবাসা প্রকাশ্যে হাঁটবে
সেদিন বলো আমাদের কেমন লাগবে ?
নিরন্তর বেদনায় আমি তোমার ভালোবাসার কাঙাল
লাগিয়েছি তাই হৃদয়ের ত্রিপাল ,
তোমার ভালোবাসার জন্যে আমার অনন্ত সাধনা
দূরে থাকলেই আমি নেই, এমন ভেবো না ।
তোমার সন্ধানে তোমার সন্নিধানে
…………
চৈত্রের রোদে ঘাম ঝরিয়ে
কিছুই করতে পারছি না ।
আমার সব কিছুতেই আঁধার ঘনিয়ে আসে
আমার দুঃখগুলো আমার কাছেই ফিরে আসে
আমার আকাশে আমার ছবি অমাবস্যা হয়ে ভাসে ।
ঘুমের ঘোরে মনে হয় আছো কাছে ,
জেগে দেখি তুমি নেই পাশে ।
আমাদের আসেনি এখনো মিথুন প্রহর
তোমার জন্যে ছুটতে ছুটতে পায়ে লাগে কহর
তবুও তোমাকে ছুঁয়ে দেখতে পারছি না ।
মন ও শরীরের সংরাগ তোমার বুঝতে পারছি না ।
আমার বিছানা পায়নি তোমাকে কাছে
তাই বলে ভেবো না আমার প্রেমে শরীরের পাপ আছে
ছুঁয়ে দেখা তোমাকে যখন তখন
এই দুর্নিবার ইচ্ছার কথা যায় না কহন ।
আলোর গয়না
………..
কলসি এখন শূন্য
সুপেয় জল পাই কোথায় ?
আশা ভরসায় এখন আর টলটল করে না কলসি
স্মৃতির বাতাসে বাজে না ;
আনন্দ ধ্বনির মেঘে রং লাগলেই বাজবে সময়ের সিম্ফনি ।
আকাশে কতোকাল দেখি না
কুচি কুচি সাদা মেঘ,
সব কিছুই ফাঁকা ফাঁকা লাগেঃ
পারি না কোনোভাবেই আনন্দময়
অতীত ও সম্ভাবনাময় বর্তমানকে একই সুতোয় বাঁধতে
শত্রুর শব্দহীন আনাগোনা টের পাই ।
নাটের গুরু একের পর এক ঘটনা সাজায়ঃ
ঘাড় ঘুরিয়ে ফেলে যখন তখন
সূর্যের শেষ আলোটুকু শরীরে মাখিয়ে
অন্ধকার দূর করতে গিয়েও ব্যর্থ হই
এদিক ওদিক করতে করতে আলোর গয়না তন্ন তন্ন করে খুঁজি ।
মানুষের ছায়া শহরে, মায়া শহরে আমি নেই
………….
জলকেলি করে নদীর এ ঘাট থেকে ওঘাট
শান্ত নদীতে ভেসে বেড়ানোর আনন্দ
নিশ্চুপ নির্জন ড্রপিং পয়েন্ট
গাছের মাথায় গুচ্ছ গুচ্ছ পাখি উড়ে ।
ছবির নিসর্গ সময়েরই পরিপূরক
প্রণয়ের বাঁকে বাঁকে কতো কতো জটজটিলতা
শীতের রাতে উষ্ণতা উত্তেজনায়
কী কী কাজে লাগেঃ
কে জানে ?
গরমমশলা, তেজপাতা, কিশমিশের চায়ে ঠান্ডাকে এমব্রয়ডারি করা যায় না ।
নেচার অর স্পেস এন্ড টাইমে
আমি নেই, আমার নিউ মাইন্ড নেই,
বুকটা ফাঁকা হয়ে গেছে কবেই
মানুষের ছায়াশহরে, মায়াশহরে আমি নেই ।
অদ্ভুত সুন্দর নরম কয়েকটি কবিতা পড়লাম ।