রক্তাক্ত স্বদেশ
…….
আমার মতো একদিন ঘুরে দাঁড়াবে–
রক্তাক্ত স্বদেশ
তার পীঠে তখনো লালজবার মতো ঘা থাকবে
হাতে হয়তো অদৃশ্য হাতকড়া
সামনে তাক করা অজস্র ফ্যাসিবাদী রাইফেল
কণ্ঠনালীর উপর প্রভুদের পা
তবু, মরতে গিয়ে একদিন ঠিক দাঁড়িয়ে যাবে
খাঁড়া আলিফের মতো
যেমন আমি দাঁড়িয়ে আছি, হিম্মত নিয়ে, স্বৈরাচার পিরামিডের সামনে
৭.১৫.২৪
স্মিরনা, আটলান্টা।
তবে কি তারা বিক্রি হয়ে গেলেন
…….
তাদের দাঁড়াবার কথা ছিলো সম্মুখে
বুকে সাহস এবং কণ্ঠে দীপ্ত উচ্চারণ নিয়ে
স্লোগানে প্রকম্পিত করার কথা ছিলো, রক্তে রাঙা রাজপথ
সীসাঢালা প্রাচীরের ন্যায় শপথের কথা
তাদের অজানা নয়
তারা কখনো বিশ্বাসঘাতকতা করেনি অতীতে
তাদের কর্মফল বলে, তারা বিশ্বাসী এবং বিশ্বস্ত
কি তবে তাদের মধ্যে শংকা হয়ে দাঁড়ালো?
কী তাদেরকে ভীরু ও অচল খরগোশে পরিণত করলো?
তবে কি তারা বিক্রি হয়ে গেলেন!
৭.১৫.২৪
স্মিরনা, আটলান্টা।
রাজপথ ছাড়বেন না
………
রাজপথ ছাড়বেন না, কখনো
বার-বার মরে যাবার আগেই
প্রকৃত বীর– আবু সাঈদের মতো
একটি বার মরুন
দেখবেন, জাতি বেঁচে গেছে…
৭.১৭.২৪
স্মিরনা, আটলান্টা
এতো ঘৃণা তুমি রাখবে কোথায়
……
তুমি জিম্মি করেছো দেশকে
দেশের নিরীহ জনগণ
আজ, তোমার হিংসার বলির পাঠা
তুমি, চুলায় দিয়েছো
এদেশের মানুষের ভালোবাসা
তোমার প্রতারক চোখে ও মুখে
পিতৃহত্যার প্রতিহিংসা
তুমি নিষ্ঠুর, রঙ হেডেড এবং সাইকো
তোমার মতো অতীতের সব স্বৈরাচার, লোভী, মাতাল–
কেউই রক্ষা পায়নি
মানুষের অফুরান অভিশাপ থেকে
এতো ঘৃণা তুমি রাখবে কোথায়?
৭.১৭.২৪
আটলান্টা, জর্জিয়া।
আরেকটু ধাক্কা দিন
…….
আরেকটু ধাক্কা দিন
দেখবেন, পড়ে যাবেন তিনি
তার গদি যাবে উল্টে
চেটেপুটে যা-যা খেয়েছেন
সবকিছুই বের হয়ে আসবে হড়হড় করে
তারপর হবে ইতিহাস, আমাদের
৭.১৭.২৪
ডোরাভিল, আটলান্টা।
আমিও বাজার করি
……..
আমিও বাজার করি
মাছের আঁশটে পরিষ্কার করি
বাচ্চাদের স্কুলে পৌঁছে দেই
তোমাকে সুরক্ষা
সাহিত্য, আমার বিষয়-আশয়
ধ্যান-জ্ঞান-চিন্তা
আমি লিখি এবং পড়িও
আমি মানুষ, বিবেকহীন নই বলে
চুপ থাকতে পারি না
বাংলাদেশ নিয়ে কেউ ছিনিমিনি খেললে
আমি রেগে যাই। ফেটে পড়ি ক্ষোভে।
হয়ে উঠি প্রতিবাদী
প্রতিবাদ আমার রক্তে মেশানো
আমাকে তুমি রাজনীতিবিদ বলবে?
৭.১৬.২৫
স্মিরনা, আটলান্টা।
তোমার তুলির আঁচড়
[পশ্চিমবঙ্গের শিল্পী কৌশিক সরকার, আপনাকে]
……..
এদেশের নতজানু ও নপুংসক শিল্পী (?) সমাজ
যখন অর্ধমৃত– ঘুমিয়ে
তখন তুমি জাগিয়ে দিলে এ বিবেক
একজন অদম্য শহীদ
দাবানলের মতো ছড়িয়ে গেলো সবখানে, সারাদেশে
শহীদী তামান্না বুকে নিয়ে
সকলে যেনো হয়ে উঠলো একেক জন আবু সাঈদ
তোমার তুলির আঁচড় হয়ে গেলো অমর
জুলাই ১৭, ২০২৪
আটলান্টা, জর্জিয়া।
শেষ রক্ষা হবে না তোমার
…….
শেষ রক্ষা হবে না তোমার
যতই গুলি চালাও, হত্যা করো
লেলিয়ে দাও ট্যাংক, কামান, র্যাব, হেলমেট বাহিনী
কিছুই রক্ষা করতে পারবে না তোমায়
এই জনরোষ, বিস্ফোরণ থেকে
তোমার পিতা, প্রপিতামহ গেছে যেই পথে
তুমি নিজেই তোমার যাওয়ার সুরঙ্গ খুঁড়ছো, সেই পথে
৭.১৯.২৪
আটলান্টা,জর্জিয়া।
স্বপ্ন
………
তবু, আমি স্বপ্ন দেখি
তুমি স্বপ্ন দেখো, আমরা সবাই স্বপ্ন দেখি
নরকে, আশার ফুল, ফোটাতেই হবে…
৭.২০.২৪
মেরিয়েটা, আটলান্টা
কোথায় পালাবে
………
তুমি দেশ বিক্রি করেছো, তোমার আত্মাও বিক্রি করেছো
বিবেক দিয়েছো বন্ধক, অজানা কারো কাছে
তোমার হাতে আবু সাঈদের রক্তের দাগ
কোথায় পালাবে তুমি?
জুলাই ২১, ২০২৪
স্মিরনা, আটলান্টা।