spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাসমুদ্র ও অন্যান্য কবিতা

লিখেছেন : রেজা নুর

সমুদ্র ও অন্যান্য কবিতা

রেজা নুর

………..
সমুদ্র
………..

সৈকতে গেলে
মন থির হয়ে আসে —
সমুদ্র,
প্রশান্ত-দীর্ঘ দূর
বিছিয়ে দেয় চোখে।

বুকজলে নেমে
ঢেউগুলো সরিয়ে দিই
যত দূরে,
আরও বহু ঢেউ
মৃদু হেসে
এগোয় থরে থরে ॥

………….
শিখা
………….

যে দু:খ
নিশ্বাসের মতো নিয়ে বেড়াও —
অদৃশ্য-উষ্ণ বাতাস
বোশেখের ঝড়।

শীতের বনেও
তুমি তপ্ত তরু —
এক মরু প্রেমে
অন্তর অনড় ॥

………….
ঝড়
………….

শুনবার সময় বাতাসের নেই,
বয়ে যাবার তাড়া শুধু —

ঝড় হয়ে ভাঙে বৃক্ষ, ঘর …
উসকে দেয় শান্ত ধুলো,
আনমনা ঢেউ ।

ভাববার সময় তার কই :
কোন্ শাখায় পাখির বাসা,
নতুন দেয়ালের ঘর নবীন তল্লাটে, —দূরের কোন্ নির্জন ধুলোয়
ফুল পড়ে আছে।
কোন্ নদীর নিরীহ জল ছায়ার সখা,
উদ্দাম হাওয়ার সে রাখেনি খবর !

……………
অন্য নিবাস
……………

সুখকর যাত্রা ছিল আমার…

ঘাসে ছাওয়া পথের পাশে বনফুল,
অজস্র সূর্য
সকালের শিশিরের চোখে।

কখনো, ঘুম-অভিমান রাতে
তীব্র তারার আলো আঁকতো আকাশে অতি জগতের আলপনা।

মেঘ
তারা
চাঁদ

এদের বিষাদ
বিচূর্ণ বৈভবে ঝরেছিল,
জোছনার ঘরে।

আমিও এই জমিনের নই,
অসীম আবাস রাখা
নিথর মন্থরে ॥

………..
অশ্রু
………..

বহুদিন আগে
কপোতাক্ষের তীরে
এক বৃদ্ধাকে কাঁদতে দেখেছিলাম।
চরের ঘাটের বালু থেকে সামান্য দূরে
ঘাসের ওপরে বসা ছিলেন।

রোদন-রুদ্ধ স্বরে
থমকে দাঁড়ালাম কিছুক্ষণ,
গাঁয়ের পরিচিত রমণী তিনি
চিনি তাকে ছোট্টবেলা থেকে।

ছেলেরা বড় হয়েছে, ভরা সংসার।
তবু কী এমন দু:খে
জলের নির্জনে,
নদের-ধীর-দীর্ঘ ধারায়
জানাতে হয় অধীর বেদনা !

কাদেরের মা,
পড়শী দাদী-মা’র কাছে জানতে
মন চেয়েছে কতবার,
জিজ্ঞেস আর করা হয়না ।

জগত-ভরা মানুষের সংগে
কথোপকথন হয়,
কত গল্প, হাসি বিনিময়…
তবু কে শোনে কার কান্না ?
কে রাখে মনে আর…
বেদনার রক্তিম দাগ !

শুধু নদী—- বহতা জলই আপন,
নিবিড় গোপন দু:খ বয়ে নেবার।

———**——

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ সাইফুল্লাহ শিহাব on কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা