spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতা৩টি কবিতা

লিখেছেন : ফেরদৌস সালাম

৩টি কবিতা

ফেরদৌস সালাম

……………
পরিপূর্ণ গণতন্ত্র দাও
……………

আমার পায়ের কাছে রক্তস্নাত ঘাস। বুকের ভেতর কখগঘ বর্ণমালা। হৃদয়ে হৃদয়ে পদ্মা যমুনার স্রোতস্মান ঢেউ। কতিপয় চেনা ঢেউ তোলপাড় তোলে শোণিতের ভাস্কর্য মিনারে। সেই ঢেউ কবিতায় বায়ান্নর একুশের কথা বলে
বলে রফিক সফিক জব্বারের কথা।

দিন কয়েক আগে টাঙ্গাইল যাবার পথে দেখলাম গাজীপুর চৌরাস্তায় দাঁড়িয়ে আছেন শহীদ রফিক। এখন তারুণ্য নেই। বয়সের ভারে খুব ন্যুব্জ। গায়ে সেই রক্তভেজা সার্ট। খুব শ্রদ্ধা নিয়ে বললাম কদিন পরেইতো শহীদ দিবস- এ প্রসঙ্গে বলুন না প্লিজ!
হাসলেন মৃদু। ভাবতাম, স্বাধীন স্বদেশে আর ফিরবে না স্বৈরাচার- রক্তস্রোতে ভাসবে না রাজপথ জমিনের ঘাস
অথচ কি অদ্ভুত বিষন্ন কাল
চব্বিশে এসেও পুলিশের গুলি ভেদ করে ঝাঁঝালো মিছিল
ঝাঝরা হয় মুগ্ধ সাঈদ আর হাজারো মানুষ। আর তুমিও কেমন উচ্চারণ করে যাচ্ছো বাংলিশ বাংলিশ কথা!
এখনও দেশে প্রতিষ্ঠা পায়নি ভাষার সম্মান। রক্তার্জিত মানচিত্র খামচায় স্বৈরাচারি তাবেদার শাসকের দল।ক্ষমতার দম্ভে হন্তারক ওরা কেড়ে নেয় গণতন্ত্র বন্ধুকের নলে।
ইচ্ছে করে আগুন লাগাই দুর্নীতির তাবৎ সিড়িতে- গর্জে ওঠে বলি
বন্ধ হোক ঝুটা সব সংস্কার- বরং আমাকে দাও পরিপূর্ণ গণতন্ত্র- আইনী শাসন
দাও এক মানবিক শিক্ষিত সমাজ।

…………..
আমিই বাংলাদেশ
…………..

সবুজ সুনীল বাংলা আমার মেঘ পাখিদের দেশ
মুক্তিযুদ্ধে অর্জিত এ সোনার বাংলাদেশ।
ঘুঘু দোয়েল শ্যামার গানে আকুল নদীর ঢেউ
আগস্ট দ্রোহে যায় পালিয়ে স্বৈরাচারের ফেউ।
ধান কাউনের ফসল দেখে আত্মমুগ্ধ চাষী
ফসল কাটার আনন্দে গায় দেশকে ভালোবাসি।
পালতোলা নায় নাইয়ারা গায় মধুর ভাটিয়ালি
সবুজ ঘাসে ফোটায় যে ফুল বিশ্ব স্রষ্টা মালী।
এ দেশ আমার হাজার নদীর পললস্নাত জমি
হৃদয় জুড়ে ঠাঁই নিয়ে নেয় যুদ্ধে শহীদ মমি।
জানুক সবাই স্বাধীনতার সত্য ইতিহাস
কারা ছিলো যোদ্ধা সেদিন কেইবা ছিলো দাস ?
আমরা যে ভাই বীরের জাতি রক্তে ধরি খামোশ উচ্চারণ
আসাদের সেই আত্মত্যাগে জেগেছিলো দ্রোহী জনগণ।
এ মাটিতে হাছন লালন ঘুমিয়ে আছেন বেশ
দেশপ্রেমিকের ছন্দ বুকে আমিই বাংলাদেশ।

……………
সমুদ্র বন্দনা
…………….
তোমার হৃদয় সেতো দক্ষিণের সমুদ্র অতল
তেরোশ নদীর স্রোতে একাকার বঙ্গোপসাগর
আকাঙ্ক্ষার মেঘ বৃষ্টি ছাদে মাঠে ঝরছে অঝর
হিমালয়ে সূর্যতাপ গলে নামে বরফের জল।

কাম্য ছিল জলকাব্য তুমি দাও কষ্ট সৃষ্ট লোনা
কাউনের শীষে শীষে মুনিয়ার মনকাড়া শিস
আমি চাই স্বচ্ছ জল গ্লাসে দিলে গলা জ্বলা বিষ
দুগ্ধহীন বাট তাই শুণ্যতায় পরিপূর্ণ দোনা।

হাতী যদি বিগড়ায় সুনিশ্চিত মাহুতের দোষ
ঝরাজীর্ণ বৃক্ষ থেকে ঝরে পড়ে সবুজ নামতা
অগ্রানের অগ্নিরোদ ভয়ানক মাটিফাটা ততা
দীর্ঘকাল স্বৈরাচার বৃদ্ধি পায় তীব্র জনরোষ।
আমিও সমুদ্রে নামি ঢেউ দ্রোহে ভাসি উম্মাতাল
বিশাল জলধি সে যে প্রেমকাব্যে বসন্তের কাল…

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
সাজ্জাদ সাঈফ on বাছাই কবিতা
নয়ন আহমেদ on বাছাই কবিতা
নয়ন আহমেদ on ১০ টি কবিতা
নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ