| মাহমুদ নোমান |
ছোটকাগজ করতে যে কেউ পারে না। কেউ সম্পাদক হওয়া দেখাতে গিয়েই নেতিয়ে পড়ে। একটা ছোটকাগজ সম্পাদনা সচল রাখতে টাকার চেয়ে ছোটকাগজের প্রতি ভক্তি মহব্বতে একাগ্রতাই জরুরি; দেখানো কিংবা পাওয়ার আশায় ছোটকাগজ সম্পাদনায় বেশিদূর করা যায় না। নিঃস্বার্থ শক্তিমান স্নেহময় মন নিয়ে একটা ছোটকাগজ করতে হয়। সাম্প্রতিক বাস্তবতায় উপরোক্ত কথাগুলো আরও জোরালে নিঃসন্দেহে; কথাগুলো বলার উপলক্ষ কবি রেজা নুর সম্পাদিত ‘অনুরণন’ ছোটকাগজের ১০ম সংখ্যা হাতে পেয়ে। এই কাগজটি হাতে নিলেই বুঝতে পারবেন এই কাগজের প্রতি পৃষ্ঠায় সমূহ আবেগের ঐশ্বর্য আর দক্ষতার ক্ষিপ্রতা এবং সুসম্পাদিত বৈভব; রেজা নুর মূলত নির্ভেজাল আকুতিভরা কবি-প্রাণ। প্রবাস জীবনে থেকেও দেশে ছোটকাগজ সম্পাদনায় এতটুকু ছেদ পড়েনি! বরঞ্চ ‘অনুরণন’ ছোটকাগজটিকে বিষয় আশয়ে আরও ঋদ্ধ করেছে শুধু নয় উপস্থাপনে গুরুত্বপূর্ণ ছোটকাগজ হিসেবে অবস্থান বাংলা সাহিত্যে; সম্প্রতি ২০২৫-এর একুশে বইমেলায় প্রকাশিত ‘অনুরণন’ এর ১০ম সংখ্যা পাঠ পরবর্তী এই ছোটকাগজটির প্রতি আমার আলাদা ভালো লাগা উদ্ভব হয়েছে। বিষয় বৈচিত্রে লেখা বাছাইয়ে কবি রেজা নুর জাত সম্পাদকের পরিচয় দিয়েছেন; এই সংখ্যাটির শুরুতে স্বপ্না গুহ ঠাকুরতার নেওয়া রবীন্দ্র সঙ্গীতশিল্পী রোকেয়া হাসিন মিলির সাক্ষাৎকার জমিয়ে দিয়েছে পরপর কবি হেলাল হাফিজের সাক্ষাৎকারটি; এরপরে হায়াৎ মামুদের সাক্ষাৎকারটি অনুবাদ সাহিত্যের কিছু বন্ধ দ্বার খোলার জন্য দিক নির্দেশনা দেয়; কবি হেলাল হাফিজ আর হায়াৎ মামুদের সাক্ষাৎকার দুটি নিয়েছেন কবি জব্বার আল নাঈম ‘অনুরণন’-এর প্রকাশনা সহযোগী হিসেবে আন্তরিক প্রচেষ্টায়। এরপরে রয়েছে কবিতার চমৎকার সম্ভার। এই বিভাগে সুমন গুণ, প্রজ্ঞা মৌসুমী, সাজ্জাদ বিপ্লব,অমলেন্দু বিশ্বাস, মৌসুমী পুলেন,জাকারিয়া প্রীণন ও প্রতীক মাইতির কবিতা আমার আলাদা ভালো লেগেছে। গুচ্ছকবিতায় আছেন নাদিয়া জান্নাত, মাহমুদ নোমান ও সৈয়দ বাবলুর কবিতা। অনুবাদ কবিতায় চরু হকের অনুবাদে বিয়াফরা’র স্বাধীনতার যুদ্ধে মারা যাওয়া তরুণ নাইজেরিয়ান কবি ক্রিস্টোফার ওকিগবো এর মনস্তাত্ত্বিক মানবিকতার বিশুদ্ধ কোমলপ্রাণের কবিতা পাঠককে নাড়া দেবে সুনিশ্চিত; এই সংখ্যায় প্রকাশিত পাঁচটি গল্পই একেকটার চেয়ে একেকটা আলাদা। গল্পের বাছাই বিশেষ নজরে আসবে পাঠকের। ফিরোজ আশরাফ, সাব্বির জাদিদ, খালিদা খানুম, জয় নারায়ণ সরকার ও অমর নন্দীর গল্প পরপর সন্নিবেশিত হয়েছে। প্রবন্ধে আছেন আইভি চট্টোপাধ্যায়, জব্বার আল নাঈম ও কামরুল আহসানে বুদ্ধিদীপ্ত বিষয়ের অবতারণা। ভ্রমণে শাকুর মজিদের লেখাটি পাঠকদের ভ্রমণ-জালে মোহাবিষ্ট করবে। স্মৃতিগদ্যে ছায়েদা আলীর ‘ ক্যান্সার,বেঁচে থাকবার যুদ্ধ’ পাঠকদের আন্দোলিত করবে। ছোটকাগজ ‘অনুরণন’ এর ১০ম সংখ্যাটি যেভাবে কর্মযজ্ঞে বিশিষ্টতা অর্জন করেছে, লেখকসমাজে সেটি আদরণীয় হোক এটাই প্রত্যাশা…
||
অনুরণন
( সাহিত্যের কাগজ )
সম্পাদক: রেজা নুর
প্রচ্ছদ : মোমিন উদ্দিন খালেদ
মূল্য : ২০০টাকা