০১.
ধানের কলেমা শিখে গেছি
তোমার পিছু
রোজার দিনে,
সুতি শাড়ির শ্বাসরুদ্ধকর
বনজোছনা
জিয়ল মাছের ঘোল
নিকটে আসিলে,
শ্বাসে, শ্বাসে
নিয়ত করালে
~~নিয়ত |
০২.
যে শহরে প্রেমিকা নেই
বৃষ্টিতে ভিজো না
সেই শহরে
জ্বর এলে
কারে বকবে?
কার চোখে বৃষ্টি দেখবে
পাখির ডানা ঝাপটিয়ে
ছড়িয়ে দেবে বুকের তিতা জল
~~সতর্কতা জারি |
০৩.
আমাদের ঘরে টেলিভিশন নেই
আম্মার মুখের দিকে তাকাই
ধানের জমি থেকে ফিরে,
আম্মাও আমার চোখে কী যেন দেখেন
বিস্ময়ে আবিষ্কারে…
~~ টেলিভিশন |
০৪.
সোনামুখি ধান ঝুলছে
বিলে বিলে
খিদেয় ছুটে গেছি
মা মা’ বলে
আহা, শীতলা রোদ
মান্ডবের পিছে ধায়
হোঁচট খেয়েছি
প্রাচীন ধুলায়…
আদমের ঘরে
পীড়িত হ্যাংকার
পুরুষের তরবারি
হাওয়াদের অহংকার
ও মা, নাও কোলে
পৃথিবী সুদ্ধ মুখ ফেরালে…
~~ধানের দরবার |
০৫.
পোশাক থেকে বের হতে আমিও চাই
শুধু তোমার জন্য
আমাকে দেখাতে
কত রকম রোদে
কত রকম বরষায়
জড়ায়ে ধরা আঁধার
সুখের অসুখ
হু হু হাওয়া
পুষে রেখেছি,
কত বর্ণিল উৎসবে
নেচে উঠে
তোমাকে দেখাবো
আমি নাচলে
শুধু তুমি দেখবে
পোশাক থেকে বের হয়ে
তোমার কাছে গেলে….
~~ অসুখবিসুখ |
০৬.
বৃষ্টি এলে
মনে পড়ে
বাবা ভিজছে
একা একা
পুকুর পাড়ে
কাক ডাকছে
কাক ভিজছে
বৃষ্টি এলে
মনে পড়ে
চোখের জলে
ভিজে যাচ্ছি
একলা ঘরে
~~ বৃষ্টি এলে |
০৭.
আমি তোমার দিকে ঝুঁকে কবিতা খুঁজছিলাম
এ ছায়াঘেরা দুপুরে গাছের তলায়
আর তুমি দুটি আম তুলে দিলে হাতে
নোয়ানো গাছ থেকে
আমি খুবলে খেতে চাচ্ছি
আদিম অসুখে,
তোমার নিশ্বাসে চকবন্দি
তোমার আমার পৃথিবী
গোসল করে নোনতা ঘামে
আমি নিশ্বাস ফেলার দম খু্ঁজছিলাম!
~~ বৈশাখে |
০৮.
বিরহ হাসছে ভাতে
থৈথৈ থৈ
জোছনাকুমারী-রাতে,
যবে আকাশে আকাশে
গরম তাপ-শ্বাসে
মুখোমুখি বৈশাখে
মেঘের ঘাঁটিতে
ওঁৎ পেতে
জোছনা এই গলি
ঐ গলি
গতকাল রাতে,
বিরহ ভাসছে ভাতে
থৈ থৈ নয়া জলে
বিরহ হাসছে ভাতে
চাঁদে, সব পুরুষ
হেঁটে হেঁটে গেছে চলে
~~ গতকাল রাতে |
০৯.
যে শোল মাছটি খেয়েছি
সেটি সবুজে জলে সাঁতরে চলেছে
আড়চোখে তাকিয়ে,
বুদ্বুদ ফিরিয়ে দিতে দেখে
আয়াতুল কুরসি জপছে
আমাদের রাজহাঁস,
সে এদিকটায় যাচ্ছে
যেদিকে বাবার কবর
শান্ত হয়ে গেছে,
সে নিশ্চিত কিছু বলেছে
সিন্ডিকেটে সিন্ডিকেটে
আমাদের ভাগে বিভক্ত
শোল মাছ
আমাদের উদরে বাত্তি জ্বালিয়ে
জলে ফিরে গেছে
~~ভাব |
১০.
চাঁদের দিকে হাত বাড়িয়ে
আমাকে ডেকেছিলে
আমি তোমার বুকে যখন
সেদিন অমাবশ্যা
ভেতরে তড়পানো রোদ
পোহাতে এনেছিলে
প্রেমিক কাঁদে
কারও চোখে চাঁদ উঠিলে
পথ বেঁকে যায়
পুষ্পখুনে, সকালে সকালে
~~দেনা |