spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাএকুশের কবিতা : ওমর বিশ্বাস

একুশের কবিতা : ওমর বিশ্বাস

ভাষা প্রাণের ঝংকার

আদিমতার কোনো উৎস ছিল না
আদম আ. এর মাটি থেকে সৃষ্টির মধ্যেই লুকিয়ে ছিল
আজকের কাল পর্যন্ত এসে পৌঁছানো সময়ের চলমান সেতু
পরিচ্ছন্ন জীবনবোধের রুচি আর উদ্যানময় পুষ্পধারার আহার
মা হাওয়ার কথোপকথনে গুঞ্জরিত সৌরভ ছড়াতো বেহেস্তের বাগান
রহস্যময় পৃথিবীতে মানুষের পদার্পণে দুলে উঠেছিল পৃথিবী অদ্ভুত ভঙ্গিমায়
অচলায়তন ভেঙে সজীব পুষ্পে ভরানো প্রকৃতি বিদীর্ণ করে
মানুষ সভ্য হয়েছে সেই সৃষ্টি রূহের ভিতর থেকে বেড়ে উঠে
যার কোনো উলঙ্গপনা ছিল না।

তখন থেকেই মানুষ শব্দের বুননে বাতাসের পাকে ছড়িয়েছে
মনের সুপ্ত বাসনা আর তার অংশ এসে পৃথিবীতে উপচে পড়েছে
জ্বালে উৎকর্ণ হাড়ির ভাতের মতো আনন্দভরা ফুটন্ত শব্দের রেকাবি নিয়ে
সেই থেকে আদমের ধারা ভাষার লাবণ্য নিয়ে আজকালতক
নিজের জৌলুসের ঢেকুর তৃপ্তির সাথে শুনিয়ে যাচ্ছে
অলংকার আর উপমা মিশিয়ে অহংকারের সাথে
যদিও কলুষিত হচ্ছে বিবেকের ঘরবাড়ি দুর্গন্ধময় যত মন্দ দিয়ে
তবু বলতে হয় মানুষ আজ সভ্য হয়েছে ভাষাকে লালন করেই।

লৌহে মাহফুজে যে ভাষায় সংরক্ষিত পবিত্র কোরআন
সে তো সুষ্পষ্ট সৌন্দর্যময় ভাষার লালিত্য নিয়ে অন্তর থেকে অন্তরময় হয়ে
বিকশিত করে যাচ্ছে সময়ের প্রতিটি পরমাণু
নরনারীর সৃষ্টির আগেই জীবনফুৎকারের জন্য জড়িয়ে নিয়েছিল
অবলিলায় প্রকাশের সৌন্দর্যকে মখমল বুকের ভিতর
খুলে দেখ সে কালাম কীভাবে ধাপে ধাপে বলে যায় মনের অভিব্যক্তি।

উদয়গিরি শপথের কন্যারা শব্দকে ভাববিনিময়ের মেকাপে জড়িয়ে
তুলে এনেছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একেক প্রকাশের আধার
নিজের আস্তিনে লুকানো কামনা বাসনার পোশাকে ঢেকে আজ দূরবর্তী
চাঁদের শরীরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে
সংগীতের দুহিতা হয়ে মেলে ধরার প্রাণান্ত চেষ্টার সাথে জড়িয়েছে নিজেকে
লজ্জাবনত দৃষ্টিতে বাকি গ্রহগুলোর চোখের ভাষার আকুতি নিয়ে
পৃথিবীর দিকে তাদের চাওয়াপাওয়াকে বুঝিয়ে যাচ্ছে
আমরা আছি মহাকাশব্যাপী তোমাদের উর্ধমুখী চিন্তার বোধগুলোর সাথে।

যে পদক্ষেপ মেলে ধরে মানুষের মূল সূত্রগুলো
কীভাবে কোথায় তোমার নিঃশ্বাস বিছিয়ে তুলে নেবে ভোরের শরীর
তারও একটি ভাষা আছে – ভাষা প্রাণের ঝংকার মুঠো ধরা রোদ
চেতনার গহিন গহবরে পদ্মফুলের মুকুলের মতো ডানা তুলে দিয়ে
লুকানো অক্ষরগুলো দৃপ্ত তেজে কিসের বর্ণনা করে
জানে বায়ু তরঙ্গের প্রবহমান বিকশিত অস্তিত্ব।

ফুটফুটে যে শিশুটি শাহাদাত আঙুল তুলে নেড়ে নেড়ে চোখ দিয়ে কথা বলে
সে শিশুর অন্তরের ভাষা লেখা হয় চোখের বারান্দায়
আমরা যদি ভাষাজ্ঞানে পারঙ্গমতা প্রকাশ করতে পারি তাহলে
তার চোখের ভাষার পারঙ্গমতাকে নিঃসন্দেহে উত্তীর্ণ ভাষার নম্বরে বিজয় চিহ্ন
এঁকে দিয়ে প্রশংসার স্তুতিতে আলোকিত করতে পারি।

প্রতিটি প্রাণীই নিজস্ব বোধের শব্দ দিয়ে গড়ে তোলে বেড়ে ওঠার কাহিনী
সোলায়মান আ. নবীর মতোন অন্তরজ্ঞানী জন বুঝতেন ছোট্ট পিঁপড়ার কথা
তিনি তাদের নিয়ে গড়ে তুলেছিলেন প্রাণীকূলের সুরম্য প্রাসাদ
তার দেয়ালের চোখ ছিল, মনের আকুতিগুলো লিপিবদ্ধ হতো সময়ের খাতায়
জিনেদের কথাগুলো শব্দে জড়ো করে নুয়ে এস ভেসে বেড়াতো চারপাশে
সে সব বাতাসের দেহ ভেদ করে উদগিরিত হতো ঝংকারের প্রবাহে।

ভাষা হৃদয়ের বাগানে ঘুরে ফিরে ঘ্রাণ ছড়ায়
পলকে নিঃশ্বাসে সদ্য ভূমিষ্ঠ শিশুর আত্মার ভিতর থেকে সেই শুরু থেকে।

২১.০২.২০২৪

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা