spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাসাম্প্রতিক কবিতা : সামুয়েল মল্লিক

সাম্প্রতিক কবিতা : সামুয়েল মল্লিক

চলো, জেগে উঠি

গভীর রাত্রিতেও শুনি ওদের কান্না
পানি ভেঙে ভেঙে ওরা আসছে
ওরা কাঁদছে হাতে মৃত সন্তান নিয়ে
কান্নার জলে, জলের উচ্চতা বাড়ছে

চলো, আবাবিলের চঞ্চুতে ধরে রাখা পাথরে ঘষে নিই
আমাদের কলমের ধার
কলমে শুষে নেই সহস্র মায়ের কান্নার জল

নজরুলের অগ্নিবীণার দামাল সুরে জেগে উঠি
চলো, জেগে উঠি সুলতানের ঘর্মাক্ত শার্দূল মানব হয়ে।

ইতিহাস

অতঃপর আমি কোন দিকে না তাকিয়ে
সোজা ঢুকে পড়ি শীতলক্ষ্যার সার্ভারে
জলস্ক্রীন টাচ করে অজস্র ফোল্ডারে ঢুকি
ব্ল্যাক ফোল্ডারে শুধু লাশের ফাইল
গুম হয়ে যাওয়া লাশের সারিবদ্ধ ফাইল
আমি ডিলিট করতে চেষ্টা করি
তবে, পারি না।

আমি ভুলে গিয়েছিলাম-
ইতিহাস মুছে ফেলা যায় না
হোক না তা কোন জাতির কিংবা কোন নদীর।

বনসাই

মায়ের হাতে আগলে থাকা অতুল নিজেকে ছাড়িয়ে নিলো
তার দুহাতের মুষ্ঠির মাঝে মার্বেল
সে হাঁটছিল। আনমনে একাকী হাঁটছিল
দুচোখে আচমকা বাতাসে ধূলির এক ঝাপটা এলে
অতুলকে তুলে নিলো সবল দুটো হাত
তার চিৎকার শুনতে পেয়েছিল মমতাময়ী মা
কিন্তু মুহূর্তেই তা বাতাসে মিলে গিয়েছিল

মায়ের কোল থেকেই শৈশবেই তারা অপহৃত হয়
অপহৃত হয় কতিপয় পশুদের দ্বারা
তাদের হাত—পা কাটা হয়
তড়পানোর মধ্য দিয়েই তারা ব্যবসার পুঁজি হয়
গলি দিয়ে গড়িয়ে পড়ে রাজপথে
বিকলাঙ্গ পুতুল হয়ে ফুটপাতে বসে রয়
বসে বসে হৃদয় গোণে একমনে

বট—অশ্বথেরও শৈশব কাটে কারাগারে
হাত—পা কাটা হয়, মাথা ছাঁটা হয়
অতঃপর তড়পাতে তড়পাতে পথবৃক্ষ হয়ে যায়

আমরা সভ্য মানুষ পথশিশুদের নাম দিয়েছি ‘টোকাই’
বিকলাঙ্গ বৃক্ষদের নাম দিয়েছি ‘বনসাই’।

ল্যাম্পপোস্ট

ল্যাম্পপোস্ট জানে রাজপথের ইতিহাস
সাজানো রাজপথের তলদেশে মানব কশেরুকা
অগণিত কশেরুকার বাঁধনে নীল দংশনা টাওয়ার
কখনও দীর্ঘ বিরতিতে
কখনও ঘন ঘন দাঁড়িয়েÑজমাট রক্ত দলার ওপর।

রক্ত—মাংস আর লোনা পানির কংক্রিটে
বেড়ে ওঠে আকাশ ছোঁয়া টাওয়ারগুলো
নিঃস্ব শরীর ঢাকে দীর্ঘ কালো ছায়ায়
বাতাসে বাজে মানবের চিৎকার
হৃদয় গলে নদী
মানবীর বাঁধভাঙ্গা ক্রন্দন।

একের পর এক দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্ট
জোড়—বেজোড় সারিতে
দাঁড়িয়ে আছে নির্বাচক সাক্ষী কালের।

সুখ

গলন্ত সূর্যের নিচে কাকের শহর
রাজপথে শুয়ে আছে প্রাণঘাতী রোদ
নির্মেঘ আকাশে পাখি ওড়ে না
গলে যাওয়া জেব্রা কেউ মাড়ে না।

নিস্তব্ধতা ঝুলে আছে বাতাবীর ডালে
একে একে চলে গেছে নীলফুল প্রজাপতি
বিশুষ্ক লেক সিটি কালের প্রহার
সূর্যটা ভেঙে পড়ে শহরের চালে।

আতঙ্কের ছায়া নিয়ে কাঁচাপাকা মুখ
মহাশূন্যের রথে চলে মধুমতি সুখ।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা