spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতামাঈন উদ্দিন জাহেদ এর কবিতা

মাঈন উদ্দিন জাহেদ এর কবিতা

ইয়াওমুল আরাফা’র ধ্বনি ক্ষমার দিকে 

prayer beads

আরাফা’র শুভ্র স্মৃতিগুলো হৃদয় কাঁদায়

জবলে রহমত স্মৃতি জাগে ইতিহাস-বাঁকে

বাবা আদম থেকে নবী মুহাম্মাদ সা.

দিয়েছে মুক্তির ডাক বিশ্ব মানবতায়-

আজ থেকে মুক্তি পাবে আরব- অনারব

আজ থেকে মুক্তি পাবে সুদ ও ঋনের রব;

মুক্তি পাবে সমস্ত দাস-দাসী শৃংখল থেকে,

লা-শরিক আল্লাহ’রই শুধু ইবাদত হবে।

অথচ এখনও আমরা নিজেদের মুসলিম বলি

অথচ এখনও আমরা সুদ দিয়ে জীবিকা গড়ি।

অথচ এখনও আমরা গান গাই হুব্বে রাসুল

অথচ এখনও মোল্লাদের ভুড়ি জগৎ বিপুল ।

আরাফা’র আকাশ আজও আমাদের ডাকে

মুক্তির সূর্যটা বিক্ষুব্ধ আরব-আজমে হাকে। 

দাসের জীবন নিয়ে কেঁদে মরে মজলুমান

লা-শারিক আল্লাহ বলা পায় জঙ্গি বাখান।

আইয়ামে তাশরিকের ধ্বনি উঠুক দিকে দিকে

ইয়াওমুল আরাফা…আরাফা… বলে ক্ষমার দিকে…

আল্লাহু আকবার…আল্লাহু আকবার… 

লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ধ্বনির দিকে 

১৯জুলাই’২১/ ৯ জ্বিলকদ১৪৪২

কাফকো

অপেক্ষা hollow red circle 

বাবার পাঞ্জাবীটা যখন মাঝে মাঝে বের করে পরি,

এক মাদকতায় অতীতে ফিরে চলি, 

তাঁর দেহের ঘ্রাণ লেগে আছে, চেতনা-অস্থিমজ্জায়। 

ঘরে ফিরতে কখনো সখনো দেরি হলে-

অপেক্ষায় তসবীহ্ জপতেন তিনি।

অপেক্ষার কাছে হার মানতো বার্ধক্যের কষ্টও- 

তখন বুঝিনি।

এখন তাঁর মোটা কমদামী জামাটা আমাকে বুঝিয়ে দেয়,

কত আরাম সুতির জামা আমাকে পরাতে,

বাবার আহ্লাদ জলাঞ্জলি হয়েছিলো পারিবারিক বাজেটে।

এখন আমি বাজেট বক্তৃতার আগেই বুঝে যাই, সম্পূরক বাজেটও।

বাবা, সত্যিই আমাকে জীবনের শৈলীমান বোঝাতেন,

এই বোকা আমি বুঝিনি কখনো তোমার যাপন অভিমান…

অপেক্ষাটা জীবনময় হয়ে রয়ে গেলো শুধু।।

১৯জুন’২১

কাফকো।চট্টগ্রাম।

শীতকুয়াশা black circle 

অনেক দিন বাবার পানজাবীটা পরা হয় না,

যখন মনখারাপের দিনগুলো আসে এবং 

যখন কাউকে আর নিজের ভেতরটা উগলে দিতে পারি না, 

তখন বাবার পানজাবীটা পরে অন্ধকার বারান্দায় চুপটি করে বসে থাকি।

ইজি চেয়ারের দুলনিটা বাড়ার সাথে হৃদয়টাও দুলতে দুলতে ক্লান্ত হয়…

আজকাল আর বারান্দায়ও বসা হয় না, 

শীতের সাথে সাথে মশকসংগীত প্লুত করে বিশ্রী ভাবে;

অগত্য দরোজা বন্ধ হতে থাকে।

এভাবে দরোজার পর দরোজা বন্ধ হতে হতে শিটিয়ে থাকি কাঁথার আড়ালে। 

নিদ্রার দেবী এসে বিভ্রমের নৃত্যাসরে নিয়ে চলে।

মন খারাপের বেদনাকে শিল্পের আড়ালে রেখে কত জীবন লীন হতে দেখি কারুভাষ্যে। 

যখন জেগে উঠি একরাশ তৃষা এসে জড়ায় যাপন কবিতায়।

বাবার পানজাবীটা বুকে চেপে ভেতরের আমিটা তখন হুহু করে কাঁদে,

অথচ আলস্যের শিল্পী হিসেবে ঘরণীর অভিযোগ রাষ্ট্র হয়, 

অথচ বারান্দা বাগানও শীতকুয়াশায় কুঁকড়ে যায় রোদ-জল অভাবে

রোদ আর জলের তরে জীবন ও কবিতা শিল্পোত্তীর্ণ বেদনা অপার হয়ে রয়…

২৯ নভেম্বর ২০২১ 

কাফকো, চট্টগ্রাম।

দ্বিতীয় জন্মের স্মৃতি red circle

দ্বিতীয় জন্মের স্মৃতি হাতড়াতে হাতড়াতে মায়ের শিথানে যাই। 

সেখানে পরে আছে তসবির দানা, সুরমা ও রেহালে কোরআন-

যেখানে ভাঁজের আড়ে দেখে আছে হদ্ দেয়া কাগুজে নিশান। 

তিনটে কন্যার পর ছমিউল বেগমের অমন মুখ আর কত স’য়!

দিনের পর দিন মা’দের কাটেতো সময় পড়ে পড়ে সুরা আনয়াম।

অথচ কন্যারা দিব্যি এখন সমাজের মুখ ও মুখ্য হয়ে জ্বলজ্বলে ওম, 

প্রদীপ জ্বালানো দা’য় হোসনে আরা চৌধুরী গর্ভে নিয়ে পড়তেই থাকেন 

অনবরত সুরা আনয়াম, কলমা-কালাম, নিয়ে অন্ধ-সমাজ অভিমান।

শ্বাশুড়ি মুখ উজ্বল থেকে উজ্বল, অথচ নেই  শ্বশুরের ভিটেতে পিদিম।

পিতা লাজুক মুখে মিলিয়ে পড়েন সুরা আর-রহমান যেনো শুভ্র-শুভ্রম 

সেখানে শেয়াল ডাকে- হুক্কাহুয়া সুরে, কে কখন জমাবে বংশের খেল্?

অকৃতজ্ঞ রক্তের বন্ধন- সা রে গা মা গায়, দোল দেয় লাগ ভেল্কি ভেল্।

fallen leaf

০৬.০৩.২০২২ 

কাফকো, চট্টগ্রাম।

আড়াই পাতার ভাঁজে

মৈরাং রমণীর রূপের খাঁজে হারিয়েছে জাফলং দুপুর, 

আড়াই পাতার আড়ালে লুকায় গাঢ়সবুজের মেহফিল ;

কে লিখবে অমন আত্মহারা ক্ষণে বৈভব স্রষ্টা ও সৃষ্টির

মাচাঙে শুকায় যখন শুটকি-নাপ্পি ঝাঁঝানো বিকেল।

টমটমের মাঝি নির্বিকার হাসে অমন রৌদ্রস্নান যাত্রায়,

খাসিয়া শিশুরা তখন পর্যটক দেখে হাই ফাইভ শিখায়।

তাঁতি পাড়ার শাড়ির বুননে বাড়ে কিশোরীর স্বপন

রঙ বৈচিত্র্য ও কারুতে মন হারায় আরবান রমণী;

শিশুরা হারায় বিশদ বাঙলা তুমি রূপে মা জননী!

পুরুষ মন খোঁজে ভাঁজের গরিমা দীপ্তিময় স্নান।

কতিপয় শুয়োর হাসে মাচাঙ তলে মুদ্রা কিসিমে

মানচিত্রে মাঝে পাথর গরিমায় আরও কেউ হাসে। 

সদ্য প্রৌঢ় এক কৃষাণ- রমণতৃপ্তির স্মৃতি হৃদয়ে বুনে

অবসাদ তাড়ানো এককাপ জাফলং চা’য় মুগ্ধ দৃষ্টিতে;

গীর্জায় বাজতেই থাকে নির্লিপ্ত কৃৎ-কৌশলী ঘন্টা।  

১৮.১২.২০২১

জাফলং, সিলেট।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা